শ্রীকান্ত ভুঁইঞা: করোনা আবহে বিশ্বজুড়ে মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। ভারতবর্ষ তথা আমাদের উৎসবমুখী বাংলা আজ যেন স্তব্ধ। তারই মাঝেই আতঙ্ক কাটিয়ে ক্ষণিকের আনন্দ বিলিয়ে দিল দাসপুর-১ ব্লকের এক সামাজিক সংস্থা পার্বতীপুর ক্রিকেট ক্লাব। ৮ অক্টোবর ১০ অক্টোবর পর্যন্ত চার দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ক্লাবটি। ক্ষীরপাই, পার্বতীপুর, ভগবানপুর, ঘাটালের মধ্যে টুর্নামেন্টটি হয়।ওই ক্লাবের সম্পাদক প্রশান্ত মান্না বলেন, দুদিন ধরে চলতে থাকা টুর্নামেন্টের ফাইনালটি ১০ অক্টোবর ঘাটাল ও ক্ষীরপাইয়ের মধ্যে হয়। ফাইনালে ক্ষীরপাই ঘাটালকে ৪-৩ গোলে হারিয়ে জয়লাভ করে। খেলা শুরু হওয়ার পূর্বে মাঠে আসা সমস্ত দর্শকদের ক্লাবের পক্ষ থেকে হাতে স্যানিটাইজার স্প্রে করে, প্রত্যেকের হাতে একটি করে মাস্ক তুলে দেওয়া হয় ও দর্শকদের আনন্দ দেওয়ার জন্য লাকি কুপন এর ব্যবস্থাও রাখা হয় বলে জানা যায়।