ইন্দ্রজিৎ মিশ্র: রাজ্য সরকারের পথশ্রী অভিযানের মাধ্যমে দাসপুর-২ ব্লকের সাহাচক গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর কাঠগোলা মোড় থেকে বিষ্ণুপুর পীরতলা পর্যন্ত রাস্তার কংক্রিট ঢালাই নির্মানের সূচনা হলো আজ ৯ অক্টোবর। এই নতুন রাস্তা নির্মান করবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত। এর আনুষ্ঠানিক সূচনা করেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া। উপস্থিত ছিলেন দাসপুর-২ ব্লকের বিডিও অনির্বাণ সাহু, দাসপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণী দোলোই, সহ-সভাপতি আশীষ হুতাইত প্রমুখ। উল্লেখ্য এই রাস্তার জন্যই গ্রামবাসীরা পথ অবরোধ, বিক্ষোভ সহ একাধিক উপায়ে দীর্ঘ চার বছর ধরে আন্দোলন করেছিলেন।