নিজস্ব সংবাদদাতা: ঘাটালে যে সংস্থার কার্যালয়ে চাকরি প্রার্থীরা ‘প্রতারণা’র অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছিলেন [•বিক্ষোভের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন] সেই কার্যালয়টির অফিস বসেরা বর্তমান শাসক দলের বিভিন্ন স্তরের নেতা-নেত্রী। অন্তত তাঁদের ফেসবুক প্রোফাইল থেকে এমনই তথ্য জানা গিয়েছে। আর এমন তথ্য জানার পরই অনেক চাকরি প্রার্থীরা হতাশ হয়ে পড়েছেন। যদিও তৃণমূলের এক জেলা নেতা সাফ জানিয়েছেন, চিট ফান্ডের পুনরাবৃ্ত্তি ঘটতে দেওয়া হবে না। দলেই যে স্তরের নেতা-নেত্রীই যুক্ত থাক তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ওই নেতা বলেন, আমরাও বিষয়টি শুনেছি। আমাদের কাছে দুই যুবতী অভিযোগ করেছেন, তাঁদের চাকরি দেওয়া হবে বলে এক জনের কাছ থেকে ২০ হাজার এবং এক জনের কাছ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়েছে। তখন ওই অফিসটি ঘাটাল কলেজের সামনে পাখিরা বিল্ডিঙে ছিল। তিন মাস করে চাকরি করিয়ে বেতনও দেওয়া হয়নি এবং সেই টাকাও ফেরৎ দেয়নি। বর্তমানে সেই অফিসের কর্মকর্তারাই ওই নতুন অফিসটি খুলেছেন বলে প্রতারিতরা জানিয়েছেন। •সেদিন বিক্ষোভের সময় অফিসের মধ্যে দেখা গিয়েছিল মাঝখানের ভদ্রলোককে এবং ডান দিকের ভদ্রমহিলাকে। ছবিটি মাঝের ভদ্রলোকের ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া[ফেসবুক প্রোফাইল লিঙ্ক]। এবিষয়ে পরে আরও তথ্য দেওয়া হবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।