তৃপ্তি পাল কর্মকার: বাড়ির উঠোনের ইঁটের স্তুপ থেকে থেকে উদ্ধার ৮ ফুট ও ১০ ফুটের গোখুরো সহ আরও তিনটি ছানা গোখুরো। ঘাটালের নন্দীপুরের প্রশান্ত কাণ্ডারের বাড়ির উঠোনে প্রায় সময়ই বেরোত বিষধর সাপ। ঘন বসতিপূর্ণ এই এলাকায় সাপ বেরোনোর জন্য প্রশান্তবাবুরা বনদপ্তরে খবর দেন। ৫ অক্টোবর বনদপ্তরের কর্মীরা এসে দেখেন নাগদম্পতি গুছিয়ে সংসার ফেঁদেছে উঠোনের একপাশে জমা করে রাখা ইঁটের মধ্যে। বহু নতুন ডিম, পুরোনো ডিম, গোটা পনেরো বাচ্চা সমেত সর্পদম্পতির সুখের বসত ছিল ইঁটের মধ্যে। ইঁট সরাতে সরাতে সাপগুলি ছিটকে পালিয়ে যায়। ৫ অক্টোবর তিনটি বাচ্চা সহ ৮ ফুটের মাদি গোখুরোটি ধরতে পারে বনদপ্তর। বনদপ্তরের ওয়াইল্ড অ্যানিম্যাল রিকোভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, আমরা আসার আগে বাড়ির লোকজন কার্বলিক অ্যাসিড দিয়ে দেবার জন্য পুরুষ বড়ো সাপটি লুকিয়ে পড়েছিল। পুরুষ ১০ ফুটের গোখুরো সাপটিকে আজ ৬ অক্টোবর ধরা হয়েছে। আর বাচ্চা সাপগুলি এপাশ ওপাশ ছিটকে পালিয়ে গেছে। ধরা সাপগুলির স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। মলয়বাবু বলেন, দীর্ঘদিন সাপ উদ্ধার করছি কিন্তু এতো বড়ো গোখুরো সাপ এই প্রথম উদ্ধার করলাম।
•সাপটির ভিডিও দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।