তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল ও দাসপুর-১ ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় এক কোটি টাকার হাইমাস্ট আলো লাগানোর ব্যবস্থা করছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেব। সাংসদ প্রতিনিধি রামপদ মান্না বলেন, দীপাবলির আগেই সাংসদ কোটার টাকার ওই হাইমাস্ট আলোগুলি লাগানোর কাজ শেষ হয় যাবে। খুব শীঘ্রই কাজ আরম্ভ হয়ে যাবে।
এক একটি হাইমাস্টের জন্য খরচ পড়ছে তিন লক্ষ ৮০ হাজার টাকা করে। হাইমাস্টের উচ্চতা হবে ১২মিটার করে। এক একটি হাইমাস্টে ৬০ ডিগ্রি কোণ করে মোট ছ’টি করে অত্যাধুনিক এলইডি লাইট থাকবে। ওই দুটি ব্লকে মোট ২৫টি হাই মাস্টের জন্য মোট খরচ হবে থেকে ৯৪ লক্ষ ৯৯ হাজার ৯৮১ টাকা। ওই হাইমাস্টগুলি বসবে ঘাটাল ব্লকের •অজবনগর-১ গ্রামপঞ্চায়েতের কার্যালয়ের সামনে। •সাহেবঘাটে। •মহারাজপুর বাজারে। •কুঠিঘাট বাজারে।•হরিসিংহপুর স্কুলের সামনে।•নিমতলা মোড়ে। দাসপুর-১ ব্লকের •দাসপুর বাসস্টপে। •বেলিয়াঘাটা বাসস্টপে। •দাসপুর বকুলতলায়। •সুলতাননগর বাসস্টপে। •দাসপুর থানার সামনে। •দাসপুর বিডিও অফিসের সামনে। •দাসপুর সবুজ সংঘ মাঠের সামনে। •পার্বতীপুর হাইস্কুলের সামনে। •গোবিন্দনগর কালীবাজারের সামনে। •গোবিন্দনগর লক্ষ্মীবাজারে। •গোবিন্দনগর চৌরাস্তার মোড়ে। • জয়কৃষ্ণপুর বাজারে। •লাওদা পীরতলায়। •হরেকৃষ্ণপুর প্রগতি সংঘের সামনে। •রাধাকান্তপুর হাটতলায়। •ব্রাহ্মণবসানের গ্রামপঞ্চায়েতের অফিসের সামনে। •হরিরামপুর বাজারে এবং •রাধাকৃষ্ণপুরের সর্বজনীন তলায়।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।