মোনালিসা বেরা: যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে ঘাটাল-পাঁশকুড়া রাস্তা। সেই বেহাল রাস্তারই পূর্ণাঙ্গ সংস্কাররের দাবি তুলে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেবকে স্মারকলিপি দিল ঘাটাল পাঁশকুড়া পরিবহণ যাত্রী কমিটি। আজ ১ অক্টোবর বৃহস্পতিবার দেবকে অনলাইন স্মারকলিপি দেওয়া হয় বলে জানা গিয়েছে। ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা এবং পাঁশকুড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবির কাছেও একই ভাবে একই দাবি নিয়ে স্মারকলিপি পেশ করা হয়। ওই কমিটির জেলা নেতা তপন জানা বলেন, ভারতবর্ষের রেলের মানচিত্রে ঘাটাল মহকুমার স্থান নেই। গণ পরিবহণের প্রধান মাধ্যম বাস। মহকুমার বাস চলাচলের রাস্তা বিশেষত ঘাটাল পাঁশকুড়া রাস্তা বছরের বেশির ভাগ সময় বেহাল অবস্থায় থাকে। আমরা রাস্তাটি সংস্কারের জন্য সর্বস্তুরে দফায় দফায় জানানোর ব্যবস্থা করেছি। বিক্ষোভ দেখানো হয়েছে বিভিন্ন দপ্তরে। তবুও প্রশাসন উদাসীন। বারে বারে একই কথা বলা হচ্ছে, বড় প্রোজেক্ট কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে। কিন্তু এখনও ছাড়পত্র পাওয়া যায়নি। সেজন্যই এই স্মারকলিপি। তপনবাবু বলেন, আর কিছুদিন অপেক্ষা করা হবে। কাজ না হলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হব।