নিজস্ব সংবাদদাতা: আবাস যোজনায় বাড়ি না মেলায় অভিনব ভাবে প্রতিবাদ জানালেন রামজীবনপুর পুরসভার এক পরিবার। পুরসভার কার্যালয়ের মধ্যে হাঁড়ি কড়াই, স্টোভ, বাজার নিয়ে গিয়ে রান্না করে খাওয়া-দাওয়া করলেন তাঁরা। পুরসভার চার নম্বর ওয়ার্ডের ওই প্রতিবাদী গৃহকর্তার নাম উত্তম রুইদাস। আজ ১ অক্টোবর তিনি পরিবারের সদস্যদের নিয়ে পৌরসভার কার্যালয়ের মধ্যে সবার সামনেই অভিনব প্রতিবাদটি দেখালেন। অভিনব প্রতিবাদটি অনেকেই তারিয়ে তারিয়ে উপভোগও করেন।
রামজীবনপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম রুইদাসের একটি ত্রিপল দেওয়া বাড়িছিল। আবাস যোজনা দেওয়া হবে সেই বাড়িটি তাঁকে ভেঙে দিতে বলা হয়েছিল। তিনি তা ভেঙে দেওয়ার ফলে বর্তমানে আশ্রয়হীন। সব জেনেও আবাস যোজনার বরাদ্দ বাড়ি তাকে দিচ্ছে না পৌরসভা। উত্তমবাবু বলেন, আমি বিজেপি করি বলে আমাকে বাড়ি দেওয়া হয়নি।
উত্তমবাবু নিজে বিজেপি করেন বলে স্বীকার করেছেন। তবুও তাঁর ইচ্ছেতে আজকের এই অভিনব প্রতিবাদটি হয়নি বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পৌরসভার কার্যালয়ের মধ্যে রান্নার পরিকল্পনাটি নাকি বিজেপির মস্তিষ্ক প্রসূত। তাই ওই শহরের বিজেপি নেতা শিবরাম দাস-সহ অন্যান্য বিজেপি নেতাদেরও আজ ওই চত্বরে ঘুরতে দেখা যায়।
এবিষয়ে রামজীবনপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান নির্মল চৌধুরি বলেন, খুব শীঘ্রই উত্তমবাবুদের বাড়ির কাজ শুরু করা হবে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।