মৌমিতা দাঁ: বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহে ২৬ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনেই হবে বিদ্যাসাগরের ২০১ তম জন্মবার্ষিকী পালন, সিদ্ধান্ত বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির। আজ ২৪ সেপ্টেম্বর বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয়ে এক প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে ঠিক হয় ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে বিদ্যাসাগরের ২০১ তম জন্মবার্ষিকীর সূচনা হবে। ওই দিন উপস্থিত থাকবেন জেলাশাসক রশ্মি কমল। ২৭ ও ২৮ সেপ্টেম্বর ঘটা করে চলবে সান্ধ্যকালীন অনুষ্ঠান। ২৯ সেপ্টেম্বর সকাল ৮ টায় হবে সমাপ্তি অনুষ্ঠান। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক অসীম পাল, ঘাটালের বিধায়ক শংকর দোলই, ঘাটালের বিডিও অরবিন্দ দাশগুপ্ত, ভগবতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক শক্তিপদ বেরা, বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ স্থানীয় নেতৃত্বদের অনেকেই।
Home এই মুহূর্তে ব্রেকিং স্বাস্থ্যবিধি মেনেই হবে বিদ্যাসাগরের ২০১ তম জন্মবার্ষিকী পালন, সিদ্ধান্ত বিদ্যাসাগর স্মৃতি রক্ষা...