এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অশ্বত্থ পাতা দিয়ে ভাসাপুলের ছবি আঁকলেন ঘাটালের চিত্রশিল্পী তন্ময়

Published on: September 22, 2020 । 10:01 AM

তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল শহরের শিলাবতী নদীর উপর ভাসাপুলকে ঘিরে ঘাটাল মহকুমার বাসিন্দাদের একটি বিশেষ আবেগ জড়িয়ে রয়েছে। কারণ ঘাটাল মহকুমার অন্যতম ঐতিহ্য এই ভাসাপুল। ২২ সেপ্টেম্বরের সঙ্গে ভাসাপুলের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা  জড়িয়ে রয়েছে। এক  সময় বিদ্যাসাগর ছাড়া সাধারণ মানুষ ওই পুল দিয়ে যাতায়াত করতে পারতেন না।  কিন্তু ১৯০৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে ভাসাপুলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।  তাই মহকুমা বাসীদের কাছে আজকের দিনটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আর সেই দিনটিকে সামনে রেখেই ঘাটাল শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তন্ময় পাল⮙ ছ’টি অশ্বত্থ পাতার উপর এঁকে ফেললেন ঐতিহ্যবাহী ভাসাপুলের ছবি। ছবিটির দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার এবং প্রস্থ ২২ সেন্টিমিটার। অ্যাক্রেলিক কালার দিয়ে ছবিটি আঁকতে তন্ময়ের দু’ঘণ্টা সময় লেগেছে। প্রসঙ্গত তন্ময় ভূগোলে সাম্মানিক নিয়ে তন্ময় পড়াশোনা শেষ করলেও তিনি ছবি আঁকতেই বেশি পছন্দ করেন। •ভাসপুলের ইতিহাস জানতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad