ঘাটালের মনশুকায় অস্থায়ী ক্যাম্পে ১৭০ জনের করোনা টেস্টে ৫ জনের রিপোর্ট পজিটিভ

কুমারেশ চানক: করোনা আক্রান্তদের চিহ্নিতকরণ করতে সময়ে সময়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে টেস্ট করে চলেছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও ব্লক অফিস ও গ্রাম পঞ্চায়েত অফিসেও চলছে সেই ক্যাম্প। আজ ২০ সেপ্টেম্বর ঘাটাল ব্লকের মনশুকা-১ গ্রাম পঞ্চায়েতের আয়োজনে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে অফিস চত্তরে  একটি অস্থায়ী রেপিড অ্যান্টিজেন টেস্টের ক্যাম্প হয়। পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৭০ জনের টেস্ট করা হয়। তার মধ্যে পাঁচ জন পুরুষের পজেটিভ রিপোর্ট আসে।  তাদের মধ্যে রয়েছেন দীর্ঘগ্রামের ৩৩ বছরের একজন, কিশোরচকের ৪২ বছরের একজন, মাধবচকের ৭০ ও ৪০ বছরের দুইজন, আনন্দপুরের ৪০ বছরের একজন। আক্রান্ত পাঁচজনকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে। ক্যাম্পে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, ঘাটালের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন্ত সাহা, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দিলীপ মাজি প্রমুখ।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।