খড়ার শহরে প্রত্যেক দিনই মিলবে চক্ষু রোগের চিকিৎসা

সংহিতা শিরোমণি: এবার সপ্তাহের সব দিনই চোখের চিকিৎসা মিলবে খড়ারে।  চক্ষু রোগের চিকিৎসার জন্য খড়ার শহর ও তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের আর শহর ছেড়ে বাইরে যেতে হবে না। চক্ষু রোগের অধিকাংশ চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা শহর থেকেই পাওয়ার জন্য খড়ার শ্রীশ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।  রোগীদের অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যেমন চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে তারই পাশাপাশি সুলভ মূল্যে চশমা এবং ছানি অপারেশনেরও ব্যবস্থা করা হয়েছে।  খড়ার শ্রীশ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের  সভাপতি অলোক রায় এবং সম্পাদক গদাধর মণ্ডল বলেন, শহরে নিয়মিত চক্ষু চিকিৎসার ব্যবস্থা করার জন্য বিশেষ সহযোগিতা করছে পূর্ব মেদিনীপুরের চৈতন্যপুরের ‘বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতন’।
প্রসঙ্গত, এত দিন পর্যন্ত খড়ারের আশ্রমের উদ্যোগে বছরে দু’টি করে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হত। দু’টি শিবিরের মাধ্যমে বছরে প্রায় ৮০০ জনের চক্ষু পরীক্ষা করা হত এবং ৩০০ জন রোগীর বিনা খরচে চক্ষু অপারেশন ব্যবস্থা করা হত। এবার থেকে রোগীদের বছরের ওই দু’টি বিশেষ দিনের জন্য প্রতীক্ষায় থাকতে হবে না। প্রত্যেক দিনই আশ্রমে গিয়ে তাঁরা চোখের সমস্যার পরামর্শ ও চিকিৎসা পেতে পারবেন। প্রাত্যহিক চিকিৎসার ওই  ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ১৮ সেপ্টেম্বর। ওই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়ার পুরসভার প্রশাসক বোর্ডের  চেয়ারপার্সন  ড. উত্তম মুখোপাধ্যায়-সহ শহরের বিশিষ্ট মানুষ জন।খড়ার শ্রীশ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এক কর্মকর্তা ডাঃ নরেন বেরা বলেন, খড়ার শহরের বাসিন্দাদের জন্য এই চিকিৎসা কেন্দ্রটি খুবই প্রয়োজন ছিল। এবার থেকে বহু মানুষ উপকৃত হবেন। সুসময়ে চিকিৎসা পাবেন।•ছবিগুলি পাঠিয়েছেন শিবাশিস রায়।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।