সঙ্গীতা ঘোড়ই: ঘাটাল মহকুমা সহ সারা রাজ্য জুড়ে আজ পিএমপিএআই-এর আহ্বানে সরকারি বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালিত হল। আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার নন-রেজিস্টার্ড প্র্যাকটিশনারদের বিভিন্ন দাবির সমর্থনে সারা রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হল। ঘাটাল মহকুমা প্রোগ্রেসিভ মেডিক্যাল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াও এই প্রতিবাদ দিবসে অংশগ্রহণ করল। মূলত সমস্ত গ্রামীণ চিকিৎসকদের সরকারি প্রশিক্ষণ, জীবন বিমা, মাসিক ভাতা, সরকারি স্বীকৃতি সহ অন্যান্য আরও দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হল এসিএমওএইচ অফিসে। ঘাটাল মহকুমা প্রোগ্রেসিভ মেডিক্যাল প্রাকটিশনার্স আ্যসোসিয়েশন অফ ইন্ডিয়ার সম্পাদক ডাঃ তাপস কুমার মিশ্র জানান, আজ ১৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটা নাগাদ ঘাটাল মহকুমা পিএমপিএআই-এর প্রাই ১০ জন সদস্য মিলে সরকারি বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভ করেন অফিসের সামনে।ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।