বিকাশ আদক, ধর্মপোতা: আজকের দিনে সবার ঘরেই কমবেশি বাইক আছেই এবং বিশ্বকর্মা পুজোতে ঘরে সবাই বাইকের পুজো করান। কিন্তু চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের ধর্মপোতা গ্রামের ৩৫ জন তরুণদের অভিনব উদ্যোগ দেখা গেল। তাঁরা বাড়িতে পৃথকভাবে না পুজো দিয়ে অ্যাডভান্স অ্যাকশান ক্লাব প্রাঙ্গনে সম্মিলিতভাবে বিশ্বকর্মা পূজার আয়োজন করেন। রাস্তার ধারে ধারে সারি দিয়ে বাইকগুলি দাঁড় করিয়ে পুজো দেন। সঙ্গে গ্রামের সর্বস্তরের মানুষের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। বিকাল ৪ টা থেকে ছিল বিস্কুট দৌড়, বস্তা দৌড়, হাঁড়িভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার, শঙ্খধ্বনির মতো ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরষ্কারেরও ব্যবস্থা করা হয়েছিল।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।