সৌমেন মিশ্র:করোনা পরিস্থিতির মাঝে মহালয়ার প্রভাতে দেবী পক্ষের সূচনা লগ্নে জেলার নাড়াজোলের শিল্পী অসামান্য সৃষ্টিতে মাতলেন। বৃহস্পতিবার মহালয়ার প্রভাতে নাড়াজোলের শিল্পী বিমান আদক সাবান কেটে সাবানের মধ্যে ফুটিয়ে তুললেন সপরিবারে দুর্গার প্রতিকৃতি। বিমানবাবু জানান,করোনা রোধে একমাত্র ভরসা সাবান। তাই এবার তাঁর কল্পনায় দেবীর আগমন সাবানের মধ্য দিয়ে। শিল্পীর বিশ্বা, এইভাবে দেবীর আগমনেই দেবী দুর্গা নিধন করবেন করোনা।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)










