নিজস্ব সংবাদদাতা: ঘাটালের করোনা হাসপাতাল থেকে মোট ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। গুরুতর অসুস্থ রয়েছেন ন’জন। ৩৫ জনের অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।
ঘাটাল মহকুমা হাসপাতালে ৪ সেপ্টেম্বর থেকে রোগী ভর্তি শুরু হয়। এপর্যন্ত মোট করোনা সংক্রমিত রোগী ভর্তি হয়েছেন ৬১ জন। ন’জনের অবস্থার অবনতি হলে তাঁদেরকে শালবনী ও মেদিনীপুরের আয়ুস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘাটাল হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মোট ৬১ জনের মধ্যে ১৭ জনকে ছুটি দেওয়া হয়েছে। ন’জনকে স্থানান্তরিত করা হয়েছে এবং এই মুহূর্তে ঘাটাল হাসপাতালে ৩৫ জন করোনা সংক্রমিত রোগী ভর্তি রয়েছেন, তাঁদের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।
ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বলেন, আজ ১৫ সেপ্টেম্বর ঘাটাল ব্লকের মনোহরপুর-১ গ্রামপঞ্চায়েতে মোট ৯৯ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছিল তার মধ্যে এক করোনা সংক্রমিত। মনোহরপুর-২ গ্রামপঞ্চায়েতের ১০০ জনের র্যাপিড টেস্ট করা হয়েছিল। তাঁদের মধ্য থেকেও একজন সংক্রমিত বলে জানা গিয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।