এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১৫ সেপ্টেম্বর ২০২০

Published on: September 15, 2020 । 10:40 PM

ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১৫ সেপ্টেম্বর ২০২০
•লালা রস নেওয়া হয়েছিল: ১৩সেপ্টেম্বর ২০২০ •রিপোর্ট এসেছে: ১৫ সেপ্টেম্বর ২০২০
•ঘাটাল মহকুমায় মোট লালা রস নেওয়া হয়েছিল=৭২জনের •সংক্রমিত হয়েছেন মোট= ২০জন
•জেলায় মহকুমায় মোট লালা রস নেওয়া হয়েছিল(ঘাটাল মহকুমা সহ)=৪২০জনের •জেলায় মোট সংক্রমিত হয়েছেন(ঘাটাল মহকুমা সহ)=৭৬জন
•অ্যান্টিজেন টেস্টে নতুন সংক্রমিত=মোট পরীক্ষা করা হয়েছিল ১৯৯ জনের। পজিটিভ: ২ •জেলায়(ঘাটাল সহ) মোট= (জানা যায়নি)।
ঘাটাল মহকুমা হাসপাতাল: মোট পরীক্ষা হয়েছিল ৩২জনের। পজিটিভ: ১২জন। #•দাসপুর-২ ব্লকের জগন্নাথপুর সাউ(৪৭), কোনারপুর ঘোষ(৬২), ব্রাহ্মণবসানের কিশোরপুর মাজি (৫৮, ২১), ঘাটালের কোন্নগর ১৪ নম্বর ওয়ার্ড নন্দী(৩৫,২৮,৭), মনশুকা সামন্ত(ম/৫২, ১৯), দাসপুর মামুদপুর মণ্ডল(৬, ম/২৬) এবং ঘাটালের আড়গোড়া বিশ্বাস(ম/২৭)।
দাসপুর গ্রামীণ হাসপাতাল: 
মোট পরীক্ষা হয়েছিল ৪০ জনের। পজিটিভ: ০৮ জন। #বকুলতলা কুমার(২০), বকুলতলা সাহু(২৩), খাড়রাধাকৃষ্ণপুর মিদ্যা(২৫), গাদিঘাট লারু(৪০), শ্রীবরা বেরা(৩৫),দাসপুর থানা(৩০),দাসপুর হাসপাতাল মাল(৪৫), নির্ভয়পুর সেনাপতি(২৬)।
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র:
ঘাটাল মহকুমার কেউ নেই। 
বীরসিংহ বিদ্যাসাগর হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।
ক্ষীরপাই হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল:
ঘাটাল মহকুমার কেউ নেই।
‘স্থানীয় সংবাদ’(ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম ):ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now