রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে লকডাউনে ১০০ দিনের কাজ ঘাটালের সুলতানপুরে

তনুপ ঘোষ: আজ ৭ সেপ্টেম্বর সোমবার রাজ্য সরকার ঘোষিত পূর্ণ লকডাউনের মধ্যেই ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের এনায়েতপুর, কুরান সহ একাধিক গ্রামে ১০০ দিনের কাজ চলতে দেখা গেল। শ্রমিকদের মুখে নে‌ই মাস্ক। পঞ্চায়েত প্রতিনিধিরা জানাচ্ছেন, গ্রাম পঞ্চায়েতের নির্দেশেই কাজ চলছে। তৃণমূল পরিচালিত সুলতানপুর  গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধানের বাড়ি আবার কুরানেই। তারপরেও কিভাবে রাজ্য সরকারের নির্দেশ অমান্য করে এখানে লকডাউনের মধ্যে ১০০ দিনের কাজ চলে এই নিয়ে শুরু নানান জল্পনা। এই নিয়ে উপ-প্রধান বিশ্বজিৎ বারিককে ফোন ও হোয়াটসঅ্যাপ করা হলেও কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, লোকসভা ভোটে বুথ ভিত্তিক ফলাফল অনুযায়ী শাসকদল এই অঞ্চলের অধিকাংশ জায়গায় পিছিয়ে পড়ার পর থেকে বিভিন্ন গ্রামে ১০০ দিনের কাজে গ্রাম পঞ্চায়েত ঢিলেমি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে । কয়েকটি গ্রামে গত একবছরে কাজ হয়েছে মাত্র ২০ থেকে ২২ দিন। করোনা কোপে ভিন রাজ্য ফেরত শ্রমিকরা কাজ না পেয়ে কার্যত বেকার হয়ে থাকলেও ১০০ দিনের কাজ করানোর প্রতি হূঁশ নেই গ্রাম পঞ্চায়েতের।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।