সংঙ্গীতা ঘোড়ই:বহু আবেদন-নিবেদনের পর সরকারি উদ্যোগে দাসপুর-১ ব্লকের গোবিন্দনগরের গোস্বামীদের মন্দির সংস্কারের কাজ শুরু হলেও তা মাঝপথেই ফের বন্ধ হয়ে গেল। কবে থেকে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে সমস্যায় পড়েছেন ওই পরিবারের সদস্যরা। কারণ মন্দির সম্পূর্ণ সংস্কার না হওয়ার ফলে মূর্তি ও প্রতিকৃতিগুলিকে অন্যত্র রেখে নিত্য পুজো চালিয়ে যেতে হচ্ছে। তাই প্রায় ৪০০ বছরের প্রাচীন ওই মন্দিরের সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানালেন মন্দিরের সেবাইতগণ ও গ্রামবাসীরা।
দাসপুর-১ ব্লকের নন্দনপুর-২ গ্রামপঞ্চায়েত এলাকায় গোবিন্দনগর গ্রামে প্রায় ৪০০ বছরের প্রাচীন একটি মন্দির রয়েছে। এই মন্দির অপূর্ব কারুকার্য খচিত। মন্দিরের এক সেবায়েত অজিত গোস্বামী বলেন, গত ১০ বছরের লড়াইয়ের পর মন্দির সংস্কারের কাজের জন্য টাকা পেয়েছেন প্রশাসন থেকে। দীর্ঘ অপেক্ষার পর ২০১৯ সালের জানুয়ারি মাসে মন্দিরের সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু গত ৬ মাস কাজ সম্পূর্ণ বন্ধ। মন্দিরের মূর্তি ও প্রতিকৃতিগুলি একটি জীর্ণ মন্দিরে এখন রয়েছন। সেখানেই অতিকষ্টে নিত্যসেবার আয়োজন চলছে। প্রশাসনিক তরফ থেকে জানানো হয়েছে, সংস্কারের কাজ সম্পন্ন। কিন্তু সমাপ্তির কাজ এখনো বাকি বলে দাবি মন্দিরের সেবাইতদের। তাই অবিলম্বে প্রত্নতাত্ত্বিক দপ্তর কাজ যাতে শুরু হয় এবং মন্দিরের বাকি কাজ সম্পন্ন করার দাবিতে প্রশাসনের কাছে আবেদন করেছে মন্দিরের সেবাইতগণ ও গোবিন্দনগর গ্রামবাসীবৃন্দ।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।