সঙ্গীতা ঘোড়ই: আজ ৪ সেপ্টেম্বর পদযাত্রা করল ঘাটাল পাঁশকুড়া পরিবহণ জাতীয় কমিটি। সকাল ৯টায় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের পূর্ণাঙ্গ সংস্কার ও ফোর লেন করে রাস্তা সম্প্রসারণ করার দাবি নিয়ে পদযাত্রাটি হয়েছিল কুশপাতা বাসস্টপ থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল বাসস্ট্যান্ড পর্যন্ত। বেহাল রাস্তার হাল ফেরাতেই কমিটির এই উদ্যোগ। সাময়িকভাবে যাতায়াতের ব্যবস্থা সুগম করতে ইট দিয়ে সংস্কার হচ্ছে রাস্তা। এতে মোটেই সন্তুষ্ট না ঘাটাল পাঁশকুড়া পরিবহণ যাত্রী কমিটি। তারা চাইছে রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার হোক। ওই কমিটির জেলাসম্পাদক তপন জানা বলেন, অবিলম্বে ঘাটাল পাঁশকুড়া রাস্তার জন্য অর্থ বরাদ্দ করে পূর্ণাঙ্গ সংস্কার করতে হবে ও এই রাস্তার উপর দুর্বল ব্রিজগুলি দিয়ে কুড়ি টনের বেশি গাড়ির যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে। যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ না করেন তবে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ঘাটাল পাঁশকুড়া পরিবহন যাত্রী কমিটির সভাপতি আশিস সী ও কার্যকরী সভাপতি স্বপনকুমার মণ্ডল বলেন, ঘাটাল পাঁশকুড়া রাস্তায় এবছর এইপর্যন্ত ৬২ জনের দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে। এই রাস্তার উপর যে মৃত্যু মিছিল চলছে তা দ্রুত সংস্কার করে বন্ধ করতে হবে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাণীচক দেশপ্রাণ হাইস্কুলের প্রধান শিক্ষিকা বিদূষী বারুই মান্না, চৌকা নেতাজি হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক দেবাশিস মাইতি ও ঘাটাল রাণীচক পরিবহণ যাত্রী কমিটির যুগ্ম সম্পাদক জগদীশ মণ্ডল অধিকারী ও তাপস মিশ্র প্রমুখ।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
Home এই মুহূর্তে ব্রেকিং ইট দিয়ে নয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে রাস্তা সংস্কারের দাবি তুলল পরিবহণ যাত্রী কমিটি