নিজস্ব সংবাদদাতা: তাড়া খেয়েই কি ভয়ে চোরের মৃত্যু হল? এরকমই একটি ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন দাসপুর থানার মাগুরিয়া গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ২ সেপ্টেম্বর রাতে ওই গ্রামের অমল মাজির পুকুরে কয়েক জন দুষ্কৃতী মাছ ধরতে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে পুকুরের মালিকরা গিয়ে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন। বাকীরা পালিয়ে যায়।
এলাকার বাসিন্দারা বলেন, আজ ৩ সেপ্টেম্বর সকালে দেখা যায় পুকুর থেকে কিছুটা দূরে এই যুবকটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। যুবকটি এলাকার নয়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই যুবকটিও মাছ ধরতে এসেছিল। এই মাত্র ঘটনাস্থলে পুলিশ এসেছে। ধৃত ব্যক্তিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে শনাক্তকরণের কাজ চলছে। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কিছুক্ষণ পরে বিস্তারিত জানানো হচ্ছে। •বিস্তারিত এই লিঙ্ক থেকেই পাওয়া যাবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
দাসপুরে তাড়া খেয়ে মৃত চোর?





