এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহে ফেলে আসা প্রণব মুখোপাধ্যায়ের কিছু অবিস্মরণীয় মুহূর্ত

Published on: August 31, 2020 । 10:28 PM

কুণাল সিংহরায়: য়াত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রবীণ এই রাজনীতিবিদকে হারিয়ে শোকস্তব্ধ বাংলা সহ গোটা ভারতবাসী। ভারতীয় রাজনীতির ইতিহাসে তাঁর অবদান প্রাতঃস্মরণীয় হয়ে থাকবে। অভিজ্ঞ রাজনীতি হিসেবেই শুধু নয়, বাংলার মাটি থেকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে তাঁর কীর্তি মনে রাখবে বাংলার প্রতিটা মানুষ। ২০১২ সালে স্বাধীন ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এর আগে কংগ্রেস সরকারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রীর দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন।[•সাক্ষাৎকারের ভিডিওটি দেখতে চাইলে  এখানে ক্লিক করতে পারেন।]
প্রণববাবু মেদিনীপুর তথা ঘাটালের খুব কাছের মানুষ ছিলেন। ঘাটালকে ঘিরে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে আছে। ১৯৭১ সালে তিনি একবার বীরসিংহ গ্রামে আসেন। তখন তাঁর বয়স মাত্র ৩৫। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়, বড় ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ও কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। ছোটছেলে ইন্দ্রজিৎ এর তখনও জন্ম হয়নি। তাঁর স্ত্রী শুভ্রাদেবী ছিলেন তৎকালীন সদ্যপ্রতিষ্ঠিত বীরসিংহ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা। ব্যাক্তিগতভাবে প্রণববাবু আজীবন নিরক্ষরতা দূরীকরণের বিষয়টিতে ওতোপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন। বীরসিংহে থাকাকালীন যে বাড়িতে তাঁরা থাকতেন, সেই বাড়ির মালিক রাধানাথ চক্রবর্তী ছিলেন তাঁরই সমবয়সী। যদিও সেই সময় রাধানাথবাবু কর্মসূত্রে বেশিরভাগ সময়টাই থাকতেন দুর্গাপুরে। বাড়িতে তাঁদের সঙ্গে থাকতেন রাধানাথবাবুর স্ত্রী রেখারানী চক্রবর্তী। তাঁদের স্মৃতিচারণ শুনতে পৌঁছে গিয়েছি আমি কুনালসিংহ রায়। সেই সঙ্গে ভিডিওতে দর্শকদের জন্য রইল প্রবণবাবু ও তাঁর পরিবারের ফেলে আসা বেশ কিছু পুরানো স্মৃতিবিজড়িত ছবি। সম্প্রতি তাঁর স্ত্রী শুভ্রাদেবীও প্রয়াত হয়েছেন। তাঁদের দুজনের প্রতি আমাদের শ্রদ্ধা রইল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।