বন্যা পরিস্থিতি ঘুরে দেখে দাসপুরের বানভাসিদের পাশে দাঁড়ালেন এস.পি

শুভদীপ জানা: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে দাসপুর থানার রাজনগরে গেলেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। লকডাউনের দিন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বন্যার্ত মানুষদের পাশে পৌঁছে গেলেন জেলার পুলিশ সুপার। পশ্চিম মেদিনীপুর জেলার এসপি দীনেশ কুমার, অতিরিক্ত পুলিস সুপার কাজী সামসুদ্দিন আহমেদ, ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী দাসপুর থানার ওসি সুদীপ ঘোষালকে সাথে নিয়ে দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকার প্লাবিত এলাকাগুলি সোমবার বিকেলে নৌকায় করে ঘুরে দেখলেন।বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে বন্যার্তদের ত্রাণের ব্যবস্থা করলেন জেলার পুলিশ সুপার,এলাকার ৫০০ জন বন্যার্ত মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ। রামদেবপুরের সানা ঘাটের কাছে ক্যাম্প করে সামজিক দূরত্ব মেনে এলাকার বন্যার্তদের পাশে এভাবেই দাঁড়াল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশ সুপার এলাকাবাসীদের আশ্বাস দেনে,এলাকার মানুষের পাশে আছে পুলিশ। যে কোনো সমস্যায় আইন নিজেদের হাতে না তুলে দাসপুর থানায় সে বিষয়ে অবগত করাতে বলেন তিনি। পুলিশ প্রশাসন সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে।

জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাধুবাদ জানিয়েছেন বানভাসি মানুষদের পাশাপাশি রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান অরুণ দোলই। অরুণবাবু বলেন,আমি আপ্লুত জেলা পুলিশের এই মানবিক দিক দেখে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!