তৃপ্তি পাল কর্মকার: দেব তাঁর দেওয়া কথা মতোই কাজ করলেন। চন্দ্রকোণার সেই বৃদ্ধার হাতে টাকা, খাবার ও ত্রিপল তুলে দেওয়া হল। আজ ২৯ আগস্ট বিকেলে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেবের প্রতিনিধি রামপদ মান্না নিজে গিয়ে বৃদ্ধার হাতে নগদ ১০ হাজার টাকা, একটি ত্রিপল এবং কিছু ত্রাণ সামগ্রী তুলে দিয়ে এলেন। সঙ্গে ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা অজিতরঞ্জন দে এবং ঘাটাল পুরসভার কর্মী শান্তি দত্ত কর্মকার। রামপদবাবু বলেন, দেবের নির্দেশ মতোই আমরা আজ গিয়েছিলাম। অবিলম্বে ওই বৃদ্ধার একটি ছিটেবেড়ার বাড়ি বানিয়ে দেওয়া হবে। তারপরই সরকারি প্রকল্পে পাকা বাড়ি করে দেওয়া হবে।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
প্রসঙ্গত, ছেলে বৌমা থাকতেও চন্দ্রকোণা শহরের ৯ নম্বর ওয়ার্ডের ঊষা দোলই অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। প্রায় ৮০ বছরের ওই বৃদ্ধার ভাঙাচোরা মাটির বাড়িতেই ঠাঁই। বার্ধক্যভাতা আর রেশনের চাল দিন গুজরানের সম্বল মাত্র। তারপর পরিচারিকা মাসির কষ্টের কথা অনুসূয়া সরকার অভিনেতা সাংসদ দেবকে টুইট করলে তৈরি হয় আশার আলো। দেব সেই টুইটের রিটুইট করে বৃদ্ধার ফোন নম্বর চান। তার পরেই সাংসদ প্রতিনিধির ফোন আসে সেই নম্বরে। আজ রামপদবাবু গিয়ে তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। রামপদবাবু বলেন, দেব জানিয়েছে ওই বৃদ্ধাকে তাঁর ছেলেরা না দেখলেও পশ্চিমবঙ্গে অনেক ছেলে রয়েছে যাঁরা ওই বৃদ্ধাকে দেখবেন। তাঁর মধ্যে দেবও এক জন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।