এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ধাদিকা ব্রিজ চালু হল, কমতে পারে ঘাটালের যানজট

Published on: August 22, 2020 । 12:29 PM

নিজস্ব সংবাদদাতা: অবশেষে গড়বেতার ধাদিকা ব্রিজ সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। ২০ আগস্ট রাতে ওই ব্রিজটি চালু করে দেওয়া হয়। আশা করা হচ্ছে, এবার মেচোগ্রাম-ক্ষীরপাই সড়কে গাড়ির বোঝা অনেকটাই কমবে। কমবে যান জট ও দুর্ঘটনা।[•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
ক্ষীরপাই-মেচোগ্রাম রোডের উপর দিয়ে সর্বক্ষণ সারি সারি মালবাহী গাড়ি যাতায়াত করছে। তারই জেরে ওই রোডে বিগত দু’বছর ধরে প্রায় প্রত্যেক দিনই ঘটে চলেছে নানান ধরনের দুর্ঘটনা। দীর্ঘ দিন গড়বেতার ধাদিকাতে শিলাবতী নদীর উপর ব্রিজ দিয়ে মালবাহী গাড়ি যাতায়াত নিষিদ্ধ করে দেওয়ার জন্যই ঘাটাল মহকুমার উপর দিয়ে মালবাহী গাড়ি যাতায়াত বেড়ে গিয়েছিল।
ধাদিকাতে শিলাবতী নদীর উপর এই ব্রিজ  দিয়েই রাণীগঞ্জ, বাঁকুড়া থেকে আসা মালবাহী গাড়িগুলি মেদিনীপুর, খড়্গপুর, দীঘা, বেলদা, হলদিয়া যেত। প্রায় বছর দুই আগে সেই ব্রিজটি দুর্বল হয়ে যায়। অক্ষম হয়ে পড়ে সারিবদ্ধ ভারি ভারি মালবাহী গাড়ির ওজন নিতে।  তাই পূর্ত দপ্তর ওই ব্রিজটির সংস্কারের কাজ শুরু করলে ওই রোড দিয়ে মালবাহী গাড়িগুলি যাতায়াত করতে পারত না।  সেজন্য এই রুটের সমস্ত গাড়ি ঘুরপথে ঘাটাল-মেচোগ্রাম ভায়া ঘাটাল সড়কের উপর দিয়ে যাতায়াত শুরু করছে।
ব্রিজ নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়ারের উদ্ধৃতি উল্লেখ করে আগেই জানানো হয়েছিল আগস্ট মাসে ব্রিজটি খুলে দেওয়া হবে।  সেই মতো আগামী পরশু ২৪ আগস্ট ব্রিজটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হওয়ার কথা ছিল। তড়িঘড়ি করে ব্রিজটি চালু করার কারণ হিসেবে জানা গিয়েছে,   এই ব্রিজটি  সংস্কার করার জন্য পাশের একটি ব্রিজ দিয়ে হাল্কা গাড়িগুলি যাতায়াত করত। কিন্তু হঠাৎ শিলাবতী নদীর জল বেড়ে যাওয়ায় সেই ব্রিজটি ডুবতে বসেছে। তাই ২০ আগস্ট রাতে ধাদিকার ব্রিজটি চালু করে দেওয়া হয়। তবে আগামী ২৭ তারিখ পর্যন্ত কোনও ভারি গাড়ি ওই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে না। ২৮ আগস্ট থেকে সমস্ত ধরনের গাড়ি ধাদিকার ওই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে বলে জানা গিয়েছে।
তাই  আশা করা হচ্ছে ওই ব্রিজটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের মহকুমার উপর দিয়ে মালবাহী গাড়ির চাপ অনেকটাই কমে যাবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now