ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ২১ আগস্ট ২০২০

•ঘাটাল মহকুমায় নতুন সংক্রমিত হয়েছেন=৪১জন •জেলায়(ঘাটাল সহ)মোট=১৯৩জন
•অ্যান্টিজেন্ট টেস্টে নতুন সংক্রমিত=?? জন •জেলায়(ঘাটাল সহ)মোট= ?? জন
•রিপিট টেস্ট (ঘাটাল মহকুমায়)=০২জন •জেলায়(ঘাটাল সহ)মোট=২৩জন
•লালা রস নেওয়া হয়েছিল: ১৯আগস্ট ২০২০ •রিপোর্ট এসেছে: ২১আগস্ট ২০২০
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
ঘাটাল মহকুমা হাসপাতাল  •মোট:৪ জন। •দাসপুর শ্যামসুন্দরপুরের বুরাইদের একজন(পুরুষ/৭০), বাজুয়ার পাঁজাদের একজন(মহিলা/৪৮), ঘাটাল হাসপাতালের স্টাফ দাসেদের(পুরুষ/৩৪), রামজীবনপুরের ৯ নম্বর ওয়ার্ডের লাগাদের একজন(পুরুষ/৫৮)।
দাসপুর হাসপাতাল  •মোট:৮ জন। •দাসপুর থানার একজন, দাসপুর হাসপাতালের একজন চিকিৎসক, দাসপুরের পালেদের একজন(পুরুষ/৪৫), দাসপুর ডিহিবলিহারপুরের মাণ্ডিদের দুজন(পুরুষ/২০, মহিলা/১৯), বড়শিমুলিয়ার প্রামাণিকদের তিন জন(মহিলা/৭৪, পুরুষ/৫৬, পুরুষ/২৫)।
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র   •মোট:২১ জন। •গৌরার পাঠকদের (পুরুষ/৫৯), জ্যোৎঘনশ্যামের কুইল্যা(বালক/১১), গৌরার ভুঁইঞাদের(পুরুষ/৪৫), লক্ষ্মীকুণ্ডুর পালেদের ৫জন(পুরুষ/৪৩, মহিলা/৩০, মহিলা/২৫, কিশোরী/১৫, বালিকা/৯), সয়লার সিনহাদের তিন জন(মহিলা/২০, মহিলা/৪০, পুরুষ/৪৬), রাণীচকের ঘোড়ইদের দুজন(মহিলা/৬৪, পুরুষ/৩২), চাঁইপাটের আদকদের একজন(মহিলা/৪৫), শ্রীবরার কারকদের ৩জন(মহিলা/৪০,বৃদ্ধা/৬৫,পুরুষ/৪৫) সোনাখালির বেরাদের একজন(পুরুষ/৪২), পলাশপাইয়ের মণ্ডলদের(কিশোর/১৭), আরিট প্রধানদের (পুরুষ/৪২), সাহাচকের মণ্ডলদের একজন(পুরুষ/৪০)। 
বীরসিংহ হাসপাতাল •মোট:৫ জন। •জলসরার বিশুইদের একজন(যুবক/২০),  দলপতিপুরের মাথালদের(Mathal)একজন(পুরুষ/২৭), সিমুলিয়ার পাঁজদের একজন(পুরুষ/৩৪) •খড়ার ইউকো ব্যাঙ্কের ক্যাশিয়ার তথা দাসপুরের বৈকুন্ঠপুরের খাটুয়াদের এক জন(পুরুষ/৩৩), ঘাটালের আনন্দপুরের দোলইদের একজন(পুরুষ/৫১)।
ক্ষীরপাই হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•  
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল •মোট:৩ জন। •নীলগঞ্জের মণ্ডলদের দুজন(পুরুষ/৩০, মহিলা/২০), চন্দ্রকোণার চৌধুরীদের (কিশোর/১৭)।
অ্যান্টিজেন
[সঙ্গে সঙ্গে রিপোর্ট]
•আজ আমাদের কাছে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট আসেনি। এলে এখানে যোগ করে দেব। তাই •এই লিঙ্কটা মাঝে মাঝে রিফ্রেস করবেন। তাছাড়াও আজকের রিপোর্টে কোনও আপডেট থাকলে রিফ্রেস করলে সেটা পেয়ে যাবেন।
রিপিট টেস্ট •মোট:২ জন। •নিশ্চিন্দীপুরের পোড়িয়াদের (মহিলা/৪৭),নিশ্চিন্দীপুরের শীয়েদের(মহিলা৫৩)। [শালবনী হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়।
‘স্থানীয় সংবাদ’
•ঘাটাল মহকুমার অপ্রতিদ্বন্দ্বী সংবাদ মাধ্যম
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!