ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ২৭জন •রিপিট:০৩জন [লালা রস নেওয়া হয়েছিল: ১৭আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ১৯আগস্ট ২০২০] |
|
লালারস সংগ্রহের স্থান | কোথায় কতজন সংক্রমিত হয়েছেন |
অ্যান্টিজেন [সঙ্গে সঙ্গে রিপোর্ট] |
• আজ আমাদের কাছে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট আসেনি। এলে এখানে যোগ করে দেব। তাই •এই লিঙ্কটা মাঝে মাঝে রিফ্রেস করবেন। তাছাড়াও আজকের রিপোর্টে কোনও আপডেট থাকলে রিফ্রেস করলে সেটা পেয়ে যাবেন। |
ঘাটাল মহকুমা হাসপাতাল | ❖মোট:৪ জন। • ঘাটাল থানার একজন(পুরুষ/২৮), প্রতাপপুরের জানা দের একজন(পুরুষ/৩৪), হরিশপুরের বরেদের একজন( পুরুষ/৩০)এবং জোৎঘনশ্যামের মণ্ডলদের একজন(পুরুষ/৪৮)। |
দাসপুর হাসপাতাল | ❖মোট:৯ জন। ••ডিহিবলিহারপুরের মূলাদের একজন(পুরুষ/৮৫), রসিকগঞ্জের মুখোপাধ্যায়দের একজন(পুরুষ/৫১), বকুলতলার সিঙেদের একজন(পুরুষ/৩৯) বকুলতলার মাহাতোদের দুজন(পুরুষ/৩১, পুরুষ/৩৬), বকুলতলার রায়েদের একজন(পুরুষ/৩০), বকুলতলার মৈত্রদের একজন(পুরুষ/৪৬), রাজনগরের আশেদের একজন(পুরুষ/৫৯), দাসপুরের দাসেদের একজন(পুরুষ/২৮)। |
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র | ❖মোট:১ জন। •সোনাখালির মাইতিদের একজন(পুরুষ/৫২)। |
বীরসিংহ হাসপাতাল | ❖মোট:১৩ জন। •রঘুনাথপুরের ঘোষেদের একজন (পুরুষ/৩৪), রাধাবল্লভপুরের দণ্ডপাটদের একজন(মহিলা/২৮), ঘাটালের মালঞ্চের(?) পাখরদের একজন(পুরুষ/৫২), মারিচ্যার বরেদের দু’জন(পুরুষ/৬০, মহিলা/২৫), বেলসরের বেরাদের পাঁচ জন( যুবক/১৮, পুরুষ/৩৮, মহিলা/৩৮, মহিলা/২৮, বালক/১২) এবং বেলসরের মণ্ডলদের তিন জন(মহিলা/১৯, পুরুষ/৩২, মহিলা/৩৫)। |
ক্ষীরপাই হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
আয়ুস হাসপাতাল | •ঘাটাল মহকুমার কেউ নেই• |
শালবনী হাসপাতাল | ❖মোট:৩ জন। •সাগরপুরের সামন্তদের একজন(মহিলা/২৩), ঘাটালের মাহাতোদের একজন(পুরুষ/৩০), ঘাটাল থানার একজন। [শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয়। |
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]। |