আনসার আলাম: করোনা রোধে দাসপুর- ২ ব্লকের খেপুত গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত হাট বাজার, দোকান, যান চলাচল সাতদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পঞ্চায়েত প্রশাসন। ওই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করে এলাকায় ঘোষণা করা হয়, আগামী কাল ২০ আগস্ট বৃহস্পতিবার থেকে ২৭ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত সাতদিনের সম্পূর্ণ লক ডাউন জারি থাকবে। কিছু জরুরি পরিষেবা যেমন, ওষুধ দোকান, পেট্রোল পাম্প,গ্যাস দোকান ইত্যাদি ছাড়া সমস্ত কিছু বন্ধ রাখা হবে। এমনকি ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় জব কার্ডের কাজও বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়। ওই গ্রাম পঞ্চায়েত সংলগ্ন নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ৫ জন ব্যক্তির করোনা পজিটিভ বেরোতেই খেপুত গ্রাম পঞ্চায়েত প্রশাসন নড়েচড়ে বসে। তাই আজ তড়িঘড়ি মাইকিং করে এই ঘোষণা করা হয়। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, যদি কেউ লক ডাউন আইন উলঙ্ঘন করে তাকে আইনি শাস্তি পেতে হবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
Home এই মুহূর্তে ব্রেকিং করোনা আটকাতে দাসপুর-২ ব্লকের খেপুত গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭দিন সম্পূর্ণ লক ডাউন...