বাবলু সাঁতরা, চন্দ্রকোণা: বৃহৎ এক বুনো শুয়োরের অতর্কিত আক্রমণে আহত হলেন চন্দ্রকোণা থানার সিমলা গ্রামের কয়েকজন বাসিন্দা। ভয়ে আতঙ্কিত হয়ে ক্ষিপ্ত গ্রামবাসীরা বনশুয়োরটিকে মেরে ফেলেন। আজ ১৯ আগষ্ট সকালের দিকে সিমলা গ্রামের মধ্যে ঢুকে পড়ে বুনো শুয়োরটি। গ্রামের বাসিন্দাদের অনুমান গ্রামের পেছনদিকে যে খাল রয়েছে তার পরেই জঙ্গল, ওই জঙ্গল থেকেই শুয়োরটি গ্রামে ঢুকে পড়ে। গ্রামের মধ্যে তাণ্ডব চালিয়ে জখম করে তিনজন পুরুষকে। ক্ষিপ্ত জনতা লাঠিসোটা নিয়ে তাড়া করে শুয়োরটিকে মেরে ফেলে।
বৃহৎ বন শুয়োরের অতর্কিত আক্রমণে চন্দ্রকোণায় জখম ৪





