এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

দুর্ঘটনার ৩৬ঘণ্টা পরে লরি চালকের দেহ উদ্ধার

Published on: August 19, 2020 । 12:43 PM

তৃপ্তি পাল কর্মকার: সোমবার ১৭ আগস্ট রাতে ক্ষীরপাই-চন্দ্রকোণা সড়কের কেঠিয়া ব্রিজের উপর দুর্ঘটনার সময় প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন লরি চালক। কিন্তু প্রাণ রক্ষা হয়নি। আর লরি চালক যে মারা গিয়েছেন তার খবরও পুলিশের কাছে ছিল না। দুর্ঘটনার ৩৬ঘণ্টা পরে দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে চালকের মৃতদেহ উদ্ধার হল। চন্দ্রকোণা থানার পুলিশ জানিয়েছে, আজ ১৯ আগস্ট সকালে ঘাটাল থানার নিমপাতা থেকে এক লরি চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই চালকের নাম অনুপ প্রধান(২৩)। বীরভূমে বাড়ি।
১৭ আগস্ট রাত ১০টা ১৫ নাগাদ ক্ষীরপাই চন্দ্রকোণা সড়কের কেঠিয়া ব্রিজে উপর দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে   সড়কটি   অবরুদ্ধ হয়ে যায়। কেঠিয়া  ব্রিজটিও এই ভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই একটি  লরির চালক ও খালাসি প্রাণ বাঁচানোর তাগিদে কেঠিয়া নদীর জলে ঝাঁপ দেন। খালাসি ভয়ে কিছুটা অচৈতন্য হওয়ার জন্য তিনি সেই মুহূর্তে চালকের সম্বন্ধে কিছু জানাতে পারেননি। সেই মতো পুলিশও পরের দিন তথা মঙ্গলবার সাংবাদিকদের বিবৃতি দেয়, দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
কিন্তু আজ সকালে ঘাটাল থানার নিমপাতার কেঠিয়া খালে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পরে জানা যায় তিনি লরি থেকে কেঠিয়া খালে ঝাঁপ দেওয়া এক লরির চালক। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে।
•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now