শ্রীকান্ত ভুঁইঞা:করোনা আবহে সারা রাজ্য জুড়ে দেখা দিয়েছে রক্তের সংকট,আর সমস্যায় পড়েছে মুমূর্ষ রোগীরা।তাই সেই রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে দাসপুর থানার সীতাপুর নবীনমানুয়া মিলন সংঘ ১৭ আগস্ট সোমবার আজ আয়োজন করলো একটি রক্তদান শিবিরের নিজ ক্লাব ময়দান প্রাঙ্গণে।ওই ক্লাবের সম্পাদক শীতল চন্দ্র খাঁড়া বলেন
২০ জন মহিলা সহ মোট ৭০ জন রক্তদান করেছেন। তিনি বলেন ক্লাব প্রাঙ্গণের সামনে মনসা পুজো উপলক্ষ্যে ২০০৩ সাল থেকে পুজোর সময় রক্তদান শিবিরের আয়োজন হয়ে থাকে,কিন্তু এবছর করোনা আবহের কারণে রক্তদান অনুষ্ঠানটি মনসা পুজোর পরিবর্তে আমরা এই আগস্ট মাসে করলাম। দাসপুর-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ সাহু, জেলা পরিষদের অধ্যক্ষ তপন দত্ত এবং গৌরা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।