ঘাটাল মহকুমার করোনা সংক্রমণের রিপোর্ট: ১৪আগস্ট ২০২০

ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ৪৪জন •রিপিট:০৩জন
[লালা রস নেওয়া হয়েছিল: ১২আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ১৪আগস্ট ২০২০]
লালারস সংগ্রহের স্থান কোথায় কতজন সংক্রমিত হয়েছেন
ঘাটাল মহকুমা হাসপাতাল ❖মোট:৭ জন। •ঘাটাল থানার দু’জন মহিলা, ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বেরাদের দু’জন(মহিলা/২৫, কিশোরী/১৫), বেলসরের বেরাদের দু’জন(পুরুষ/৫০, মহিলা/৪৪), বেলসরের মণ্ডলদের(পুরুষ/২৮)।
বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র ❖মোট:৮ জন। •বেলসরের মণ্ডলদের চারজন (পুরুষ/৬৩, পুরুষ/৫৬, পুরুষ/৫২, মহিলা/৮৪), শিবপুরের ঘাঁটিদের তিন জন(কিশোর/১৫, পুরুষ/৫৪, মহিলা/২৬) এবং ঘোলসাইয়ের সামন্তদের একজন(পুরুষ/৬৫)।
দাসপুর হাসপাতাল ❖মোট:৬ জন।•নুনেগাদার আলিদের দু’জন(পুরুষ/৩১, মহিলা/২৫),সুজানগরের মণ্ডলদের তিন জন(মহিলা/৪৫, মহিলা/২২, কিশোরী/১৭), চককৃষ্ণবাটির দোলইদের একজন(পুরুষ/৫৫)
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র ❖মোট:৮ জন। •শয়লার সামন্তদের একজন(পুরুষ/২২), শয়লার রহমানদের একজন(যুবক/১৯), নিশ্চিন্তপুরের পোড়িয়াদের দুজন(মহিলা/৪৮, পুরুষ/৪৯), খানজাপুরের গোপালপুরের মণ্ডলদের একজন(পুরুষ/৪১), চককিশোরের ভৌমিকদের একজন(পুরুষ/৩৮), গোছাতির দিন্দাদের একজন(পুরুষ/৩৮) এবং চকসুলতানের দোলইদের(পুরুষ/৩৬)।
চন্দ্রকোণা হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•

মেদিনীপুর আয়ুস হাসপাতাল •ঘাটাল মহকুমার কেউ নেই•
অ্যান্টিজেন টেস্ট ❖মোট:১৫ জন।•ঘাটাল থানার ৬জন, দাসপুর থানার দুজন, দাসপুরের পোদ্দারদের একজন(মহিলা/৮৫), ঘাটালের কোন্নগর ১৫ নম্বর ওয়ার্ডের সামন্তদের একজন (পুরুষ/২৪), দুবরাজপুরের আলি শাহদের একজন(পুরুষ/৬১),  রামজীবনপুরের ৫ নম্বর ওয়ার্ডের চন্দ্রদের একজন(পুরুষ/২০) জাড়ার দে’দের একজন(পুরুষ/৩১),জাড়ার দোলইদের একজন(পুরুষ/৩১), মাধবপুরের একজন(পুরুষ/৫২)।  
শালবনী করোনা হাসপাতাল ❖মোট:৩ জন। •দাসপুর-২ ব্লকের জোৎকানুরামগড়ের মাইতিদের একজন(পুরুষ/৩০), ঘাটাল ১৭ নম্বর ওয়ার্ড গোবিন্দপুরের পালেদের একজন(পুরুষ/৭৬) এবং দাসপুর সুজানগরের মণ্ডলদের একজন(পুরুষ/৫৬)।[শালবনী ও মেদিনীপুর আয়ুস হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে: করোনা সংক্রমিত হয়ে এই সমস্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয় তিনি করোনা সংক্রমিত রয়েছেন কিনা। এই সমস্ত রোগীদের দ্বিতীয় বা তার পরবর্তী পর্যায়ের করোনা টেস্টে পজিটিভ এসেছে।]
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!