কুমারেশ চানক: ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে তালা ভেঙে দুটি ভুসিমাল দোকানে চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ঘাটাল থানার মনশুকা এলাকায়। জানা গেছে, মনশুকা দীর্ঘগ্রামের চানক পাড়ার একটি দোকান ও ঘোড়ইঘাটের অন্য আর একটি দোকানের তালা ভেঙে বেশ কিছু নগদ টাকা ও ভুসিমাল সামগ্রী হাতিয়েছে দুষ্কৃতীরা। দীপক চানক নামে চুরি হওয়া দোকানের এক মালিক বলেন, এলকায় দুষ্কৃতীরাজ বাড়ছে, নগদ টাকার সাথে একশো বস্তা আলুর একটি বন্ড পেপারও খোয়া গিয়েছে।
ঘাটাল থানার মনশুকায় দুটি ভুসিমাল দোকানে চুরি, এলাকায় চাঞ্চল্য





