আমফানের ক্ষতিপূরণ চেয়ে ঝড়ের ৭৭ দিনের মাথায় পুনরায় আবেদনের ঝড় মহকুমারজুড়ে

নিজস্ব প্রতিনিধি:  ঝড় যেন থেমেও থামছে না। ঝড়ের ৭৭ দিনেও মহকুমার বিডিও অফিসগুলিতে ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সংখ্যায় আবেদন জমা পড়তে দেখা গেল। প্রসংঙ্গত, ঝড়ে ক্ষয়ক্ষতি প্রাপকদের ভুয়ো তালিকা নিয়ে লকডাউনের মাঝেই তোলপাড় হয়েছে রাজ্যে। নবান্নের পদক্ষেপে ক্ষতিপূরণের টাকা ফেরত থেকে শুরু করে জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তাদের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে বিভিন্ন মহলে। প্রকৃত ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে অন্যান্য জায়গার সাথে ঘাটালেও সরব হতে দেখা গেছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। অবশেষে নবান্নের নির্দেশে রাজ্যজুড়ে ৬ আগষ্ট এবং ৭ আগষ্ট দুদিন আমফান ঝড়ে সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্থদের আবেদন জমা করার পুনরায় সুযোগ দেওয়া হলে ব্যাপক সংখ্যায় আবেদন জমা পড়তে দেখা যায় সংশ্লিষ্ট অফিসগুলিতে। তবে এখানেও যে অনেক ভুয়ো আবেদন পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।  ৬ আগষ্ট জমা পড়া আবেদনের সংখ্যা কিছুটা কম থাকলেও ৭ আগষ্ট প্রচারের আলোয় আসার পর ব্যাপক সংখ্যায় আবেদন জমা পড়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। ঘাটাল ব্লকের ক্ষেত্রে সেই সংখ্যাটা প্রায় চার হাজার বলে অফিস সূত্রে জানা গেছে। করোনা আবহের মাঝেই সঠিক সময়ে আবেদনের নিস্পত্তি করতে কর্মী ও আধিকারিকরা জীবনের ঝুঁকি নিয়েই অতিরিক্ত সময় কাজ করে চলেছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।