ঘাটাল মহকুমায় সংক্রমিত হয়েছেন•নতুন: ১৮জন •রিপিট:০৪জন [লালা রস নেওয়া হয়েছিল: ৫আগস্ট ২০২০ • লালা রসের রিপোর্ট এসেছে: ৭আগস্ট ২০২০] |
|
লালারস সংগ্রহের স্থান | কোথায় কতজন সংক্রমিত হয়েছেন |
ঘাটাল মহকুমা হাসপাতাল | ❖মোট:১১ জন। •ঘাটাল পুলিশ স্টেশনের তিনজন। এই তিনজনের করোনার কোনও লক্ষণ নেই( পুরুষ/৫২, পুরুষ/৩১, পুরুষ/৩০),কোন্নগর ১৪ নম্বর ওয়ার্ডের কোটাল পাড়ার একজন(পুরুষ/২৯), ঘাটালের ১৭ নম্বর ওয়ার্ডে দত্ত পাড়ার একজন(পুরুষ/৫২), ঘাটাল হাসপাতালের একজন চিকিৎসক ডাঃ ঘাঁটা (পুরুষ/৩৯), দাসপুরের রানাপুরের মহাপাত্র পাড়ার একজন(মহিলা/৬০), ঘাটাল হাসপাতালের সহকারী সুপার(পুরুষ/৪০), দন্দিপুরের রায় পাড়ার একজন (পুরুষ/৩০), দাসপুর-২ ব্লকের ইসবপুরের শাসমলদের একজন(পুরুষ/৬০), খড়ার শহরের উদয় গঞ্জের রায় পাড়ার একজন(পুরুষ/৬০), |
বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্র | 😊ঘাটাল মহকুমার কেউ নেই। |
দাসপুর হাসপাতাল | ❖মোট:৬ জন।•দাসপুরের মাজি পাড়ার তিন জন(পুরুষ/৪০, মহিলা/৩১, বালক/৯), নিমতলার নন্দীপাড়ার দুজন(মহিলা/৪৩, পুরুষ/২৫), ধানখালের শেখ পাড়ার একজন(পুরুষ/২০), |
সোনাখালি স্বাস্থ্য কেন্দ্র | ❖মোট:১ জন। •দাসপুরের শ্রীরামনগরের খান পাড়ার একজন(বালক/১৪) |
চন্দ্রকোণা হাসপাতাল | 😊ঘাটাল মহকুমার কেউ নেই। |
মেদিনীপুর আয়ুস হাসপাতাল | ❖মোট:২ জন। •ঘাটাল ব্লকের রাধানগরের সাঁতরা পাড়ার একজন(মহিলা/৬৮)এবং দাসপুরের সামাটের পাল পাড়ার একজন(পুরুষ/৪৩) |
মেদিনীপুর মেডিক্যাল কলেজ | 😊ঘাটাল মহকুমার কেউ নেই। |
শালবনী করোনা হাসপাতাল | ❖মোট:২ জন।•ঘাটালের শীতলপুরের আদক পাড়ার একজন (পুরুষ/৬৯), ঘাটালের চন্দননগরের সাঁতরা পাড়ার একজন(পুরুষ/৩৭), [শালবনী হাসপাতালে সাধারণত রিপিট টেস্ট করা হয়। রিপিট টেস্ট মানে, এই সমস্ত রোগীরা কিন্তু নতুন ভাবে আক্রান্ত নন। এদের প্রথম বার করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল। তাই এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি থাকা রোগীদের কয়েক দিন ছাড়া ফের লালা রস পরীক্ষা করে দেখতে হয় তিনি করোনা সংক্রমিত রয়েছেন কিনা। শালবনীর এই কয়েক জন রোগীর দ্বিতীয় বা তৃতীর বারের পরীক্ষাতেও পজিটিভ এসেছে। মেদিনীপুর আয়ুস হাসপাতলেও বেশিরভাগ ক্ষেত্রে রিপিট টেস্ট করা হয়।] |
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]। |