এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল ‘নূরচাচার’

Published on: July 31, 2020 । 6:08 PM

নিজস্ব সংবাদদাতা:ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল দাসপুর থানার হাজরাবেড় গ্রামের নূর হোসেন মল্লিকের। এলাকায় তিনি ‘নূরচাচা’ নামেই পরিচিত। তাঁর বয়স ৬৫ বছর। দাসপুর থানার হাজরাবেড় গ্রামে বাড়ি। আজ দুপুরে তাঁর বাড়ির সামনে একটি ষাঁড় উৎপাত করলে তিনি ষাঁড়টিকে তাড়াতে যান। তখনই ষাঁড়টি ঘুরে এসে নূরচাচাকে আক্রমণ করলে তিনি গুরুতর জখম হন। ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তিনি মারা যান। ‘নূরচাচা’ বেলিয়াঘাটা-দুবরাজপুর রাস্তার প্রথম টোটোচালক।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now