নিজস্ব সংবাদদাতা: গত কালের থেকে আজ ২৭ জুলাই পাওয়া রিপোর্ট অনুযায়ী ঘাটাল মহকুমায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। ২৫ তারিখে বিভিন্ন জায়গা থেকে যাঁদের লালারস নেওয়া হয়েছিল তাঁদের রিপোর্ট এসেছে আজ রাতে। আজের রিপোর্ট অনুযায়ী ঘাটাল মহকুমায় মোট ১২ জন করোনা সংক্রমিত হয়েছেন। ➦দাসপুর হাসপাতাল থেকে ২৫ জুলাই লালারস নেওয়া হয়েছিল তাঁদের মধ্য থেকে মোট ৫জনের করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। ওই পাঁচজন হলেন গোবিন্দনগরের মাজি পাড়ায় এক জন(পুরুষ/৪৭), রাধাকৃষ্ণপুরের মল্লিক পাড়ার এক জন(পুরুষ/৫০), দাসপুরের বেরা পাড়ার এক জন(পুরুষ/৩১), দাসপুরের প্রামাণিক পাড়ায় এক জন(পুরুষ/৩০), সাহাবাজারের আলম পাড়ার একজন(পুরুষ/৩৫) ➦সোনাখালি হাসপাতাল থেকে নেওয়া ২৫ জুলাই লালা রস নেওয়া রোগীদের মধ্যে মোট দু’জনের করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। খানজাপুরের চৌধুরী পাড়ায় এক জন(ছেলে/ ২ বছর) ও খানজাপুরের বর্ধন পাড়ায় (পুরুষ/৪৭)।➦বীরসিংহ হাসপাতাল থেকে ওই দিনে লালা রস নেওয়া রোগীদের মধ্যে ঘাটাল ব্লকের মূল গ্রামের এক মহিলার(৫২) সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ➦অন্যদিকে চন্দ্রকোণা হাসপাতাল থেকে নেওয়া লালা রসের মধ্যে সাধু পাড়ার এক জন (পুরুষ/৩৯) করোনা সংক্রমিত হয়েছেন। ➦মেদিনীপুর আয়ুস হাসপাতাল থেকে লালা রস পরীক্ষা করা হয়েছিল তাঁদের মধ্যে দাসপুর থানার বাসিন্দা দু’ জন রোগীর করোনা পজিটিভ এসেছে।তাঁদের বাড়ির ঠিকানা জানা যায়নি। তাঁদের মধ্যে এক জন ছেলে(৬), মহিলা এক জন(৫২)। ➦মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পরীক্ষা করা ঘাটাল ব্লকের এক জনের (পুরুষ/৭৩) করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁরও বাড়ি জানা যায়নি। এছাড়াও দাসপুর থানার দুই সিভিক ভলান্টিয়ারের(বেলিয়াঘাটা ও রাজনগর) করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে রাত ১২ নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে অবশ্য সিভিকদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। আমাদের ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal 👆 মোবাইল অ্যাপ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে লিঙ্ক রয়েছে👆।