সুইটি রায়: লকডাউনের মধ্যেই বিকেল থেকে রাত অব্দি মহকুমার বিভিন্ন এলাকায় টহলদারি চালালেন ঘাটালের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল। শুধু তাই নয় যাঁরা মাস্ক পরে রাস্তায় বেরোননি তাঁদের মাস্ক দিয়ে সেই মাস্ক পরতে বাধ্যও করান তিনি। আজ ২৫ জুলাই ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় লকডাউন পুরোপুরি কার্যকর হচ্ছে কিনা তা পরিদর্শন করতে বেরিয়ে মহকুমার লোকজনদের সতর্কবার্তা দিলেন ঘাটাল মহকুমা শাসক দপ্তরের ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঘাটাল মহকুমার বরদা ও চন্দ্রকোণা সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শনের সময় তাঁরা বেশ কিছু জায়গার মানুষজনের জটলা এবং কিছু কিছু দোকান খোলা থাকতে দেখে ওই সমস্ত এলাকার মানুষদের সচেতন করেন এবং দোকানগুলি বন্ধ করান। মাস্ক না পরে বেরোনো পথচারীদের করোনার ভয়াবহতা ও এই রোগের সংক্রমণ এড়াতে মাস্কের প্রয়োজনীয়তা বুঝিয়ে তাদের মাস্ক পরানো হয়। করোনার প্রভাব বেড়েই চলেছে দিন দিন। বাড়ছে আক্রান্তের সংখ্যাও তবুও সচেতন নয় মানুষ। তারা সাধারণভাবেই স্বাভাবিক সময়ের মতোই মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করছেন বাইরে। মাস্ক সবারই আছে কারো পকেটে কারোর বা ব্যাগে তবে মুখে লাগাতে আগ্রহী নয় বেশিরভাগই। এ বিষয়ে অর্জুনবাবু বলেন, সাধারণ মানুষ লকডাউন ঠিকভাবে মানছেন কিনা তা নিশ্চিত করতেই আমরা ঘাটাল ও চন্দ্রকোণা থানার বেশ কিছু অঞ্চল পরিদর্শন করি। লকডাউনের নিয়ম না মেনেই বাইরে বেরোনো মানুষদের সচেতন করার পাশাপাশি মাস্ক না পরে বেরোনো পথচারীদের মাস্ক দেওয়া হয় এবং পরানোও হয়।