এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

এল.ডি ব্যাঙ্ক থেকে বাদ পড়লেন বিধায়ক শঙ্কর দোলই

Published on: July 22, 2020 । 7:59 PM

নিজস্ব সংবাদদাতা: এল.ডি ব্যাঙ্ক তথা কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের নতুন পরিচালন কমিটিতে ঘাটালের বিধায়ক শঙ্করবাবুকে রাখা হচ্ছে না। তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশেই তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আজ ২২ জুলাই সমবায় মন্ত্রী অরূপ রায় ওই সমবায়ের নতুন কমিটির জন্য ১৪ জনের নাম পাঠিয়েছেন। তার মধ্যে শঙ্করবাবুর নাম নেই। একে বিধায়ক তার উপর সমবায়ের চেয়ারম্যানের মতো ব্যক্তিকে নতুন কমিটি থেকে বাদদিয়ে দেওয়ায়    ঘাটাল মহকুমার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এটাকে রাজনৈতিক মহল শঙ্করবাবুকে কোণঠাসার প্রক্রিয়া বলেই মনে করছে।  যদিও এবিষয়ে শঙ্করবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  পশ্চিম মেদিনীপুর জেলার এআরসিএস(অ্যাসিস্ট্যান্ট রেজিট্রার অব কোঅপারেটিভ সোসাইটি)  সজল রায় বলেন, ওই সমবায়ের মেয়াদ ২২ ফেব্রুয়ারি শেষ হয়ে গিয়েছিল।  আজই  রাজ্য সমবায় দপ্তর ১৪ জনের একটি কমিটির নাম পাঠিয়েছে। ওই ১৪ জনের কমিটিই নতুন পরিচালন কমিটি তৈরি করবে। প্রসঙ্গত, ওই সমবায়ে কিছু দিনের মধ্যেই বেশ কয়েকজনকে নিয়োগ করার কথা রয়েছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, কাকে নেওয়া হবে তারও একটি তালিকা প্রাথমিক ভাবে তৈরি করা  হয়েছে। স্বাভাবিক কারণেই ওই তালিকা বাতিলের পথে। এর ফলে ওই সমবায়ের যে বেশ কয়েক জনের নিয়োগ হওয়ার কথা আছে সেটা নতুন কমিটিই করবে। ওই সমবায়ের নতুন চেয়ারম্যান হতে পারেন কৌশিক কুলভী।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad