নিজস্ব সংবাদাতা: করোনা পরিস্থিতিতে চোলাই মদ তৈরি ও বিক্রি বেড়েই চলেছে। হাতে কাজ ও অর্থ কম থাকলেও চোলাই মদের বিক্রি মোটেই কমেনি। নিয়মিত চোলাই মদ পান করে সর্বস্বান্ত হয়ে পড়ছে বহু পরিবার। ওই সমস্ত চোলাই মদের ঠেকগুলি নষ্ট করার অভিযানে নামছে আবগারি দপ্তর। ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে নিয়মিত অভিযান চালাচ্ছে আবগারি দপ্তর। শুক্রবার ১৭ জুলাই ঘাটাল ব্লকের মনসুকা এবং হরিশপুরে অভিযান চালানো হয়। ওই অভিযানে উপস্থিত ছিলেন আবগারি দপ্তরের জেলা সুপার একলভ্য চক্রবর্তী স্বয়ং নিজে। দুটি জায়গাতেই প্রচুর পরিমাণ চোলাই মদ পাওয়া যায়। আবগারি দপ্তরের কর্মীরা ভাটিগুলি এবং চোলাই মদ তৈরির সামগ্রীগুলি ভেঙে দেন।
দাসপুর-২ ব্লকের আরিট গ্রামে দীর্ঘদিন ধরে চোলাই মদের রমরমা কারবার চলছে। সেই সমস্ত চোলাই মদ উচ্ছেদের জন্য আন্দোলনে নেমে ছিলেন ওই এলাকার বাসিন্দা মণীন্দ্রনাথ মাজি, সঞ্জীব মাজি সহ অনেকেই। বৃহস্পতিবার রাতে মণীন্দ্রনাথ মাজির বই দোকান এবং সঞ্জীব মাজিদের ট্রাকটরকে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। তাঁরা এবিষয়ে আবগারি দপ্তরের বিশেষ একটি পদক্ষেপ আশা করছেন। কিন্তু এবিষয়ে আবগারি দপ্তরের জেলা সুপার একলভ্য চক্রবর্তী বলেন, আমরা ওই এলাকায় চোলাই মদ উচ্ছেদের বিষয়ে অভিযান চালাব কিন্তু দোকান ও ট্রাকটর পুড়িয়ে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার এক্তিয়ার আমাদের নেই।