তৃপ্তি পাল কর্মকার: ১৪ থেকে২১জুলাই ধরে চলছে অরণ্য সপ্তাহ উদযাপন। ১৪ জুলাই বিট অফিস লাগোয়া পথের ধারে গাছ লাগিয়ে এই অরণ্য সপ্তাহ উদযাপন করেন ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেষ্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা। এই অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে সুলতান নগর বিট অফিস থেকে চারাগাছ বিলি করা হচ্ছে। মেহগনি, নিম, আকাশমণির চারা তুলে দেওয়া হচ্ছে মানুষের হাতে। মোট ৫ হাজার চারা মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।
অন্যদিকে দাসপুর-২ ব্লকের মাগু ড়িয়া নবোদয় সেবা সংঘের মাঠে ফলের চারা রোপন ও বৃক্ষ পাট্টা দেবার মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ শুরু করলেন দাসপুর-২ ব্লকের বিডিও অনির্বাণ সাহু। •বন দপ্তরের ছবিগুলি পাঠিয়েছেন মলয় ঘোষ এবং নবোদয় সেবা সংঘের ছবিটি পাঠিয়েছেন গোপাল করণ।