এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আমফানের ক্ষতিপূরণের অস্বচ্ছতা নিয়ে ঝাঁটা হাতে বিক্ষোভ ক্ষীরপাই পুরসভায়

Published on: July 17, 2020 । 8:32 PM

তনুপ ঘোষ: পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে ঝাঁটা হাতে পুরসভায় বিক্ষোভ দেখাল বেশকিছু বাসিন্দা। আজ ১৭ জুলাই শুক্রবার ঝাঁটা হাতে ক্ষীরপাই পুরসভার ৬ ও ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পুরসভায় বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি আমফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা দেওয়া হয়নি, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত নয় তারা পেয়েছে ক্ষতিপূরণের টাকা, স্বচ্ছভাবে ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া হোক। বিক্ষোভকারী তাপস ঘোষ, সর্বাণী সরেন বলেন, যে সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত না হয়েও ক্ষতিপূরণ পেয়েছে তাদের অবিলম্বে ক্ষতিপূরণের টাকা ফেরত দিতে হবে।  ক্ষীরপাই পুরসভার  প্রশাসক  দূর্গাশঙ্কর পান বলেন,  আমফানের ক্ষতিগ্রস্তের সমস্ত বিষয়টি দেখছেন মহকুমা শাসক, কিছু অসাধু ব্যক্তি কিছু মানুষকে  ভুল বুঝিয়ে এই ধরনের বিক্ষোভ করতে পুরসভার সামনে পাঠিয়ে দিচ্ছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।