মনসারাম কর: ১৫ জুলাই বুধবারের রিপোর্ট অনুযায়ী ঘাটাল ব্লক এলাকার পাঁচজন এবং ঘাটাল শহরের কুশপাতার এক সিভিক ভলেন্টিয়ার করোনা পজিটিভ। ঘাটাল ব্লকের পাঁচ জনের মধ্যে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুরের একজন, বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের বীরসিংহ ও শ্যামসুন্দরপুর গ্রামের একজন করে, ইড়পালা গ্রাম পঞ্চায়েতের জয়কুণ্ড গ্রামের দুজন রয়েছেন। ঘাটাল ব্লক মেডিক্যাল অফিসার ড: মনোজিৎ বিশ্বাস জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ার ছাড়া অধিকাংশই সম্প্রতি অন্য জায়গা বা ভিন রাজ্য থেকে ফিরেছেন। তাদের সকলকেই চিকিৎসার জন্য শালবনিতে পাঠানো হয়েছে। টেষ্টের জন্য সকলেরই ১৩ জুলাই লালারস নেওয়া হয়েছিল।