সুরজিৎ ভূঁইঞ্যা: করোনা আক্রান্ত হলেন ঘাটাল ব্লকের দেওয়ানচক-১ গ্রাম পঞ্চায়েতের চকসাদি গ্রামের এক যুবক। জানা গেছে ওই যুবক ৭ জুলাই বাঙ্গালোর থেকে ফেরেন। ৯ জুলাই বীরসিংহ স্বাস্থ্যকেন্দ্রে তার লালারস নেওয়া হয় এবং ১১ জুলাই সেই রিপোর্ট পজিটিভ আসার পর ওই রাতেই তাকে শালবনী করোনা হাসপাতালে পাঠানো হয়। আক্রান্ত যুবকের গোটা পাড়াকে কন্টেন্টমেন্ট জোন ঘোষনা করে সিল করে দেয় ঘাটাল থানার পুলিশ। সকলকেই বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়।