সুরজিৎ সাঁতরা: ঘাটাল থানার রত্নেশ্বরবাটী বটতলার শিব মন্দিরে চুরি। রবিবার রাতে শিবমন্দিরের গেটের তালা ভেঙে চুরি হয়েছে বলে জানা গিয়েছে। মন্দিরের সেবাইত অসিত চক্রবর্তী বলেন, আজ ৬ জুলাই সোমবার সকালে ওই চুরির বিষয়টি জানা যায়। মন্দির খুলে দেখা যায় মন্দিরের মধ্যে শিবের রুপোর পৈতা ও সাপগুলি নেই। এছাড়াও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাশের একটি ভূষিমাল দোকানেও রবিবার রাতে দুষ্কৃতীরা চুরি করার চেষ্টা চালায়। কিন্তু পারেনি।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











