ইন্দ্রজিৎ মিশ্র: কোভিড-১৯ এর জ্বালায় দেশজুড়ে জর্জরিত জীবন ও জীবিকা। দাসপুরের মৃৎশিল্পীদেরও এখন দিন কাটছে অর্থনৈতিক সংকটে। করোনার জন্য মানব জীবনের এই ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারছে না গোটা বিশ্ব। সুস্থ থাকতে জীবনের কাছে হার মেনেছে জীবিকা। ম্লান হয়ে গেছে সামাজিক পূজা পার্বণ। জীবনের তাগিদে জীবিকাকে উপেক্ষা করে দীর্ঘদিন লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছে সরকার। আর তার জেরেই মাথায় হাত শিল্পী মহলের। দাসপুর জুড়ে সমস্যায় ভুগছেন মৃৎশিল্পীরা। সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে পুজো কমিটির পুজো বাতিলের সাথে বাতিল হয়েছে মৃৎশিল্পীদের প্রতিমার বরাত। হাতে অন্য কোনও বিকল্প কাজ না থাকায় চরম সমস্যায় ভুগছেন শিল্পীমহল। দাসপুরের তপন দোলই নামে এক মৃৎশিল্পী বলেন, হাতে যে কটা বরাত এসেছিল সেগুলোও বাতিল হয়ে গেছে, চরম অর্থসংকটে দিন কাটছে। করোনার সমস্যা সব কিছু স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে গোটা শিল্পীমহল।