ইন্দ্রজিৎ মিশ্র: ১০০ দিনের কাজকে কেন্দ্র করে আজ ১ জুলাই সকালে তুমুল উত্তেজনা দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের তাতারপুরে। জানা গেছে, তাতারপুর উত্তর পাড়ার এক জমি সমতলের জন্য মোট ৪৪৯ জন শ্রমিক বরাদ্দ হয়। বেশ কিছু দিন দৈনিক পঞ্চাশের বেশি জন করে শ্রমিক কাজ করার পর শেষ দিনে ৩৭ জনের কাজ ছিল, তাই জব সুপারভাইজার এর তরফে আগে থেকেই ঠিক হয় শেষ দিন শুধুমাত্র পুরুষরা কাজ পাবে। কাজের দেখভালের দায়িত্বে অজন্তা মাইতির গ্রুপ। কিন্তু কয়েকজন মহিলা আজ কাজে যোগ দেওয়ায় উত্তম দোলই ও কর্মরত সুকদেব ভূঞ্যার মধ্যে বচসা শুরু হয় এবং উত্তমবাবু সুকদেববাবুর গায়েও হাত তোলেন বলে অভিযোগ। সুকদেব ভূঁইঞ্যা উত্তম দোলই এর নামে থানায় অভিযোগ করবেন বলেও জানান । এই ঘটনার কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় ও কাজ শুরু হয়। ছবিটি প্রতিকি।