তনুপ ঘোষ: ঘাটাল থানার মহারাজপুর এলাকায় এক ক্লাবের মধ্যে উদ্ধার হল বিশাল আকারের একটি কেউটে সাপ। সাপটিকে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পর খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের দাসপুর সুলতাননগর বিট সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ঘাটাল থানার মহারাজপুরের ক্লাব থেকে উদ্ধার হল বিশালাকার কেউটে










