অনিরুদ্ধ মাপুই: স্কুলের সামনের রাস্তা বেহাল। তাই অবিলম্বে রাস্তা মেরামতির জন্য গ্রামপঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। আজ ৩০ জুন ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা-১ ব্লকের তাতারপুরে। তাতারপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা জানায়, স্কুলের সামনের রাস্তাটি একটু বৃষ্টি হলেই বেহাল হয়ে পড়ে। সাইকেল কিম্বা হেঁটে যেতে সমস্যা হয়। হেঁটে গেলে জুতো কাদায় ডুবে যায়। বিষয়টি বার বার গ্রামপঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি। সেজন্যই তাঁরা আজ গ্রামপঞ্চায়েত কার্যালয় গিয়ে বিক্ষোভ দেখায় বলে জানানো হয়েছে। রাস্তার বেহাল দশার কথা স্বীকার করেছেন ওই ব্লকের জাড়া গ্রামপঞ্চায়েত প্রধান স্বদেশ প্রামাণিক। তিনি বলেন, রাস্তার পাশেই একটি উঁচু জায়গা আছে। বৃষ্টি হলেই সেই জমির কাদামাটি রাস্তায় নেমে যায়। তাই সমস্যা হয়। বিষয়টি অবিলম্বেই ঠিক করে দেওয়া হবে বলেছি। কিন্তু আজই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গ্রামপঞ্চায়েতে ছাত্রছাত্রীদের দ্বারায় বিক্ষোভ করানো হয়েছে।