এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল পাঁশকুড়া সড়কের খুকুড়দহে মর্মান্তিক পথ দুর্ঘটন,মৃত ১

Published on: June 28, 2020 । 9:20 PM

ঘাটাল পাঁশকুড়া সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু এক পথচারীর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রবিবার বৃষ্টির রাতে রাত প্রায় সাড়ে ৭টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার খুকুড়দহ ব্রিজে রাস্তা পার হতে গেলে এক বছর ৪০ এর মহিলাকে দ্রুত গতিতে থাকা এক মাল বোঝাই লরি পিষে দেয়। স্থানীয়রা জানান ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পথচারীর।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭