ঘাটাল পাঁশকুড়া সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু এক পথচারীর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রবিবার বৃষ্টির রাতে রাত প্রায় সাড়ে ৭টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার খুকুড়দহ ব্রিজে রাস্তা পার হতে গেলে এক বছর ৪০ এর মহিলাকে দ্রুত গতিতে থাকা এক মাল বোঝাই লরি পিষে দেয়। স্থানীয়রা জানান ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পথচারীর।
ঘাটাল পাঁশকুড়া সড়কের খুকুড়দহে মর্মান্তিক পথ দুর্ঘটন,মৃত ১
By সৌমেন মিশ্র
Published on: June 28, 2020 । 9:20 PM









