এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

৩০ জুন ক্ষীরপাইতে দীর্ঘক্ষণের পথ অবরোধ

Published on: June 24, 2020 । 8:05 PM

তৃপ্তি পাল কর্মকার:আগামী ৩০ জুন ক্ষীরপাই শহরে পথ অবরোধ করবে আদিবাসীরা। সেই সঙ্গে ক্ষীরপাই পুরসভা ঘেরাও করার কর্মসূচি নিয়েছে তাঁরা। শহরে সিধু-কানুর মূর্তি প্রতিষ্ঠার দাবিতেই তাঁদের এই আন্দোলন। ক্ষীরপাই সিধু কানু খেরওয়াল সমাজ কল্যাণ সমিতির সম্পাদক কার্তিকচন্দ্র সরেন বলেন, আদিবাসী জাতির ইতিহাসে সিধো-কানুর নেতৃত্বে ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহই ছিল সর্বাধিক বৃহত্তম এবং গৌরবময় বিষয়। তাঁদের এই বিদ্রোহই ভারতবর্ষে স্বাধীনতার বীজ বপন করে গিয়েছিল। ওই বিদ্রোহের ফল হিসেবেই আদিবাসীদের জন্য ‘ডুমকা’ নামে একটি জেলার বরাদ্দ হয়। পরে যে যেটি সাঁওতাল পরগনা নামে পরিচিত হয়। এতো মহান দুই স্বাধীনতা সংগ্রামীর কোনও মূর্তি নেই সারা ঘাটাল মহকুমায়। আমরা ক্ষীরপাইতে তাঁদের মূর্তি বসানোর দীর্ঘদিনের দাবি রেখেছি। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমাদের আশ্বাস দিলেও সেই আশ্বাস পূরণ হয়নি। সেজন্যই আমাদের এই আন্দোলন। আজ ২৪ জুন ওই আন্দোলনের আগাম খবর তাঁরা মহকুমা শাসককেও লিখিত আকারে জানান।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now